IBM Simon the world first smartphone

আসসালামু আলাইকুম Everyone,,,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান আধুনিক বিশ্বে আমরা সকলেই একে অপরের সাথে যোগাযোগের জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকি। যা আমাদের যোগাযোগের মাত্রাকে প্রতিনিয়ত সহজ করে তুলেছে। প্রতিনিয়ত দৈনন্দিন কাজে স্মার্টফোন ব্যবহার করার সত্ত্বেও এই স্মার্টফোনের ইতিহাস সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানিনা। হয়তো আমরা অনেকেই জানিনা যে বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোনের নাম কি এবং এটি মূলত কি কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।
বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন:
বর্তমান যুগে আমরা স্মার্টফোন বোলতে বিশেষ কিছু ফিচারের টোচস্ক্রিন ইন্টারফেস, ইমেইল আদান-প্রদান এর ক্ষমতা, টাচস্ক্রিন ইন্টারফেস, বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন্সটল করার ক্ষমতা, ইত্যাদি) সমন্বয়ে তৈরি মোবাইল ডিভাইসকে বোঝায়। বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোনটির নাম ছিল “সিমন পার্সোনাল কমিউনিকেটর” (Simon Personal Communicator)। যা ১৯৯২ সালে International Business Machines Corporation (IBM) এবং বেলসাউথ একত্রে তৈরি করেছিলো। এই মোবাইল ফোনটি তৈরির মাধ্যমে তারা ইলেকট্রিক বাজারে Personal digital assistant (PDA) এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে।

এই Simon ফনেটিতে ৪.৫ সে.মি. দৈর্ঘ্যে এবং ১.৪ সে.মি. প্রস্থের মোনোক্রোম LCD টাচস্ক্রিন ডিসপ্লে সহ বিল্ট-ইন কিছু অ্যাপ্লিকেশন ছিল। যেমন: ক্যালেন্ডার, ঘড়ি, নোট প্যাড, গেমস, ক্যালকুলেটর, ইত্যাদি। এছাড়াও এই ফনেটিতে ফোনকলের সুবিধা সহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইন্সটল করার সুজগ-সুবিধা থাকাই Simon ফনে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ইন্সটল বা আনইন্সটল করতে পারত। IBM Simon ফোনটি ছিল একইসাথে একটি সেলফোন এবং PDA ডিভাইস।
Visit to get all the latest movie reviews
বাজারে আগমন,ডিজাইন এবং মূল্য:
IBM Simon ফোনটি COMDEX কম্পিউটার এক্সপোতে ১৯৯২ সালের নভেম্বরে প্রথম প্রদর্শিত করা হয়। তবে ১৯৯৪ সালের আগস্টে মাসে ফোনটি বিক্রির উদ্দেশ্যে বাজারে ছাড়া হয়। যদিও IBM Simon ফোনটি বাজারে বেশি দিন টিকে নি। এই ফোনটি প্রায় ৬ মাস বাজারে ছিল। এই ফনেটি বাজারে বেশি দিন তিকে থাকতে না পাড়লেও তার এই সল্পসময়ে এই ফনেটি প্রায় ৫০০০০ ইউনিট বিক্রি হয়েছিল। তথকালিন সময়ে এই ফোনেটির মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় $৮৯৯ ডলার এবং একই সাথে এই ফোনেটির সার্ভিস কন্ট্রাক্ট হিশেবে নির্ধারণ করা হয়েছিল প্রায় $১,৪৩৫ ডলার। যা সে সময়ে বেশ ব্যয়বহুল ফোন ছিল। এই ফোনটি বেশ বড় অর্থাৎ মোটাসোটা এবং ওজনে ভারী ছিল। Simon ফোনটির ওজন ছিল প্রায় ৫০০ গ্রাম।
IBM Simon এর ডিজাইন ও ফাংশনালিটিগুলো পরবর্তী সময়ে আসা স্মার্টফোনগুলোর উপর গভীর ভাবে প্রভাব ফেলেছে। আর এ কে কেন্দ্র করেই বর্তমান যুগে স্মার্টফোন নির্মাতা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে Samsung, realme, oneplus, Vivo, xiaomi ইত্যাদি সহ আরো কয়েকটি ভিন্ন-ভিন্ন কোম্পানিগুলো সময় এর পরিবর্তন এর সাথে সাথে নতুন নতুন আপডেট মডেলের এবং ফিচারের স্মার্টফোন তৈরি করে চলেছে। আবার অন্যদিকে অ্যাপল কোম্পানি তাদের নিজস্ব “iOS” এর মাধ্যমে স্মার্টফোন “iPhone” তৈরি করে চলেছে।

পরবর্তী স্মার্টফোন কোম্পানিল:
IBM Simon পতনের পরে তখনকার একটি অন্যতম প্রতিষ্ঠান BlackBerry তাদের স্মার্টফোন বাজারে নিয়ে আসে।

BlackBerry হোল একটি অন্যতম প্রযুক্তিগত প্রতিষ্ঠান। ২০০২ সালে এই BlackBerry প্রতিষ্ঠানটি স্মার্টফোন জগতে প্রবেশ করে। স্মার্টফোনের জগতে BlackBerry কোম্পানির প্রথম স্মার্ম্পান্নির হল “BlackBerry 5810”
